সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে পথ দেখায়। সেই উপলব্ধি থেকে দোয়ারাবাজার উপজেলার অন্যতম বিদ্যাপীট

টেংরা উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার  (২৭ জুলাই) টেংরা উচ্চ বিদ্যালয় 

হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 



সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের হোসাইন মজুমদার। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সাদেকুর রহমান,


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ, শাহজাহান মাস্টার তিনি বক্তব্যে বলেন, বিদ্যালয়ের কৃতিত্ব ধরে রাখতে হলে শিক্ষক অভিভাবক সবাইকে এক যোগে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি যুবলি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ফয়েজুর রহমান বলেন, তোমাদেরকে ভালো মানুষ হতে হলে ভালো ভাবে পড়াশোনা করতে হবে। তা না হলে পড়াশোনা করে লাভ নেই, কাজে নেমে পড়। মা বাবাকে সহযোগিতা করো। শুধু ক্লাস পরিবর্তন করলে হবে না ভালো রেজাল্ট করতে হবে। এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার নেতৃত্বে আসবে। তাই কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই শেষ নয়, তাদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিও লালন করতে হবে।”


টেংরা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জোবায়ের হোসাইন মজুমদার এসএসসি 

উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে 

 শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েকে নিয়মিত বিদ্যালয়ে আসতে দেন। একদিন আসলে তিনদিন না আসলে পড়াশোনা কি করে হবে। এছাড়াও আমাদের কাছে শিক্ষার্থী থাকে ৬ ঘন্টা। আর আপনাদের নিকট থাকে ১৬ ঘন্টা। সেই সময় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে না মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করছে সেটা দেখার দায়িত্ব আপনাদের। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পড়াশোনা করুক। বাসায় গিয়ে পড়াশোনায় মনোযোগী হলে আগামীতে এ-প্লাস সবাই পাবে।


ব্যবসায়ী সমাজ সেবক ও সাবেক পিটিআই সভাপতি কামরুল ইসলাম বলেন, ভালো রেজাল্ট এর জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মা বাবাকে পড়াশোনার দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থী সময় মতো পড়াশোনা করছে কি না। পড়াশোনা রেখে মোবাইলে সময় নষ্ট করছে কিনা সে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে। শুধু ডিগ্রী লাভ করলে হবে না তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুল, বাজার মসজিদের ইমাম, বদিউজ্জামাল মুরাদ, অভিভাবক গিয়াসউদ্দিন প্রমুখ। 

এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা Reviewed by প্রান্তিক জনপদ on 7/27/2025 11:06:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.